আগরতলার ১১টি বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার রবিবার শহরের ১১টি বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন। শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের কর্মসূচীতে এসমস্ত স্কুলের নতুন পাকা বাড়ির নির্মীয়মাণ কাজের অগ্রগতি বিষয়েও তিনি খোঁজ খবর নেন। প্রথমেই তিনি বিজয়কুমার গার্লস এইচ এস স্কুলের নির্মীয়মাণ দ্বিতল পাকা বাড়ির নির্মীয়মাণ কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং আগষ্ট মাসের মধ্যে এর নির্মাণকার্য সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পূর্ত দপ্তর ৮ কোটিটাকা ব্যয়ে এই নির্মাণকার্যটি করছেন। এরপর মূখ্যমন্ত্রী এক এক করে বানীবিদ্যাপীঠ গার্লস স্কুল, রাজনগর এইচ এস স্কুল, উমাকান্ত একাডেমী, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, সখীচরণ বিদ্যানিকেতন, রামঠাকুর বয়েজ এইচ এস স্কুল, কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচ এস স্কুল, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যানিকেতন, প্রাচ্যভারতী বিদ্যানিকেতন, বোধজং বয়েজ এইচ এস স্কুলে যান। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে ছিলেন ত্রিপুরা আবাসন নির্মাণ পর্ষদের সি ই ও অমর দাস, পূর্ত দপ্তরের মূখ্য বাস্তুকার, এলিমেন্টারী এ্যাডুকেশনের অধিকর্তা কুন্তল দাস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*