আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ৷৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বিশ্বের ৮৭০ মিলিয়ন প্রাক স্কুল ও স্কুল শিশু কৃমিজনিত (এস টি এইচ) সংক্রমনের শিকার। যার মধ্যে সর্বাধিক ভারতীয় শিশু। প্রতি বছরের মত এবছরও প্রথম পর্বে ১০ ফেব্রুয়ারী শিশু ও ছাত্রছাত্রীদের কৃমিনাশক টেবলেট খাওয়ানো হয়েছে। ১০ আগষ্ট (বৃহস্পতিবার) দ্বিতীয় পর্বে রাজ্যের সকল সরকারী ও বেসরকারী স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১ থেকে ১৯ বছর বয়সের ছেলে মেয়েদের কৃমিনাশক টেবলেট খাওয়ানো হয়েছে। রাজ্যে মোট ১১ লাখ ১৩ হাজার ৬২ জনকে কৃমিনাশক টেবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রাজ্যে ২৫ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে।