আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি ৷৷ আগামী ২৩শে জানুয়ারি বাধারঘাট বিধানসভা কেন্দ্রে একটি মূখ্যমন্ত্রী মানিক সরকারের র্যা লীর মাধমে নির্বাচনী র্যা লী, মিছিল-মিটিং এবং সভার সূচনা হতে যাছে রাজ্যে। মঙ্গলবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর। শ্রী ধর বলেন আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী বিভিন্ন সমাবেসে যোগ দিতে রাজ্যে আসবেন সি পি আই (এম)-র একঝাক কেন্দ্রীয় নেতৃত্ব। এদের মধ্যে রয়েছে প্রকাশ করাত, বৃন্দা করাত, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ পলিট ব্যুরোর সদস্যরা। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করার পর থেকেই একে একে বামফ্রন্টের প্রার্থী তালিকা এবং নির্বাচনী ইস্তিহার প্রকাশ করা হবে। তার পর থেকেই একে একে নির্বাচনী সমাবেশ শুরু হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে বিজেপি এবং আই পি এফ টি-র আঁতাতেরও তীব্র সমালোচনা করেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর।