গোপাল সিং, খোয়াই, ৩১ জুলাই ৷৷ খোয়াই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের অবিভাবকদের নিয়ে সোমবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে শিক্ষক অবিভাবক সভা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টায় সভার উদ্বোধন করেন সমাজসেবী মনোজ দাস, সমাজসেবী সুব্রত মজুমদার প্রমুখ। উক্ত সভায় বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেধাবী ছাত্রছাত্রীদের স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জের পদক দিয়ে সন্মানিত করা হয়।সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।