আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করার উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। রবিবার রাজধানীর রামঠাকুর বিদ্যালয়ে বিজেপি’র কর্মীদের আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের প্রতিটি বুথে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়। তাছাড়া বৈঠকে বাজপেয়ীর চিতা ভস্ম’র কলস রাজ্যে নিয়ে আসার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বৈঠক শেষে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি ত্রিপুরাতেও বিসর্জন দেওয়া হবে। দিল্লী থেকে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস রাজ্যে নিয়ে আসা হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতা ভস্ম’র কলস রাখা হবে। তিনি বলেন, এখানে এসে কর্মী-সমর্থকরা শ্রদ্ধা জানাবেন। পরে গোমতী, হাওড়া নদী সহ অন্যান্য বড় নদীতে তারা শ্রদ্ধার সঙ্গে সেটি বিসর্জন দেবেন।