আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর ৷৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গোটা রাজ্যে ১৫ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাকরন কর্মসূচী। শনিবার রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় হলিক্রস স্কুলে। এই টিকাকরন কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। এদিন স্বাস্থ্যমন্ত্রীর ছেলেকে দিয়েই শুরু হয় টিকাকরণ কর্মসূচী।
উল্লেখ্য, ১৫ই সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যে মাসব্যাপী পালন করা হবে হাম-রুবেলা টিকাকরন কর্মসূচী। রাজ্যের ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে মেয়েদের বিনামূল্যে হাম -রুবেলা টিকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। টিকাকরণ কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের কোন ছাত্রছাত্রী যাতে এই টিকাকরন কর্মসূচী থেকে বাদ না যায় সেদিকেই লক্ষ্য রেখে সচেতনতা গড়ে তুলতে হবে। এই টিকার কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তাই হাম রুবেলার মত মারণব্যাধি আটকাতে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।