জাতীয় ডেস্ক, পশ্চিম বঙ্গ, ২০ জুন ৷। করোনা ভাইরাসের আক্রমণ এবার ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির পরিবারে। তাঁর ঘরের অনেকেই আক্রান্ত হয়েছেন ভয়ানক এই ভাইরাসে। সৌরভের বড় ভাই স্নেহাশিষের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এমনকি স্নেহাশিষের মমিনপুরের বাড়ির গৃহকর্মীও করোনায় পজিটিভ ধরা পড়েছেন। প্রাক্তন রঞ্জি ট্রফি লেভেলের ক্রিকেটার স্নেহাশিষও করোনায় পজিটিভ হয়েছিলেন। কিন্তু পরে তার রিপোর্ট নেগেটিভ আসে। তবে এরপর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। স্নেহাশিষ বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সেক্রেটারি হিসেবে কাজ করছেন। জানা যায়, করোনায় আক্রান্ত চার জন সৌরভের বেহালার পৈতৃক বাড়িতে ছিলেন না। বসবাস করছিলেন অন্য একটি বাড়িতে। তবে এখন সবাই একটি প্রাইভেট নার্সি হোমে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।