আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ৷। করোনার নামে হয়রানি। স্বাস্থ্যব্যবস্থার চরম অবনতি ও খামখেয়ালির জন্য তথাকথিত হীরার আমলে মৃত্যু হল এক নিরিহ তিন দিনের নবজাত শিশু। এমনটাই অভিযোগ করলেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। করোনা পরীক্ষার করার পর একটি শিশুর মৃত্যু হয় রাজ্যের প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতালে। করোনা পরীক্ষার পর কীভাবে শিশুটি মারা যায় এই প্রশ্নকে সামনে রেখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি ও খামখেয়ালির বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী তথা মূখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে সবর হয় সদর জেলা যুব কংগ্রেস। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে সদর যুব কংগ্রেস সভাপতি অর্ণিবান সাহা ও ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় কংগ্রেস ভবনের সামনে। উক্ত সভায় উপস্থিত ছিলেন যুবনেতা শঙ্খ জ্যোতি ভট্টাচার্য, যুব নেত্রী অর্ণিকা সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে পুলিশ বাধা দান করলেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান নেতৃত্বরা। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এইদিন মূখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ্ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সকল নেতৃত্বরা একসুরে মূখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী জানান।
যুব কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, পূর্বে ও জিবি সহ রাজ্যের বড় বড় হাসপাতালগুলিতে এই ধরনের অব্যবস্থাপনা দেখেছেন রাজ্যের মানুষ। কিন্তু এই বেদনাদায়ক ঘটনার পর রাজ্যের সকল অংশের জনগনের মধ্যে একটি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।