আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ০৪ নভেম্বর ৷। আবারও একটি তরতাজা প্রান ফাঁসির দড়িতে ঝুলল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রূপাছড়া পঞ্চায়েত সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানায় বুধবার সন্ধ্যায় খবর আসে যে তেলিয়ামুড়া থানাধীন রূপাছড়া পঞ্চায়েত সংলগ্ন এলাকার জঙ্গলে এক যুবক ফাঁসির দড়িতে ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার এস আই শ্যামল দেবনাথের নেতৃত্বে পুলিশ। দেখা যায়, এলাকারই বছর ১৭ বছরের এক নাবালক গাছে ফাঁসিতে ঝুলছে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশি সূত্রে খবর, পারিবারিক অভাব অনটনে ভারাক্রান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা লিপিবদ্ধ করেছে।