মদ্যপান করা দুই ভবঘুরের মধ্যে ঝগড়ার জেরে গুরুতর আহত এক ভবঘুরে

IMG-20201031-WA0056সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ নভেম্বর ৷। মদ্যপানরত অবস্থায় দুই ভবঘুরের মধ্যে ঝগড়ার জেরে গুরুতর আহত এক ভবঘুরে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন রাজা সিনেমা হল এলাকায় জনৈক এক ফাস্ট ফুড এবং হোটেলের মালিক রাস্তার পাশে থাকা দুই ভবঘুরেকে মদ পান করায়। এতে দুই ভবঘুরে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শুরু হয় হাতাহাতি, এই হাতাহাতির জের ধরে এক ভবঘুরে অন্য ভবঘুরের মাথা ফাটিয়ে দেয় শুক্রবার দুপুরে কোন এক সময়। ওই এলাকার এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় একাংশ ফাস্টফুডের দোকানের ভেতর দেশি ও বিলেতি মদের রমরমা বাণিজ্য চলে আসছে। বিষয়টি সম্পর্কে তেলিয়ামুড়া থানার থানা বাবুরাও অবগত। যদিও তেলিয়ামুড়া থানা থেকে ওই ফাস্টফুডের দোকান গুলো ঢিল ছোড়া দূরত্বে। কিন্তু এলাকাবাসীদের আরও অভিযোগ, তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ওই মদ বিক্রির জাল টিকে “নাম কি বাস্তে”- গ্রেপ্তার করে আবার কোন এক গোপন সমঝোতার মাধ্যমে একাংশ মদ বিক্রেতারা ছাড়াও পেয়ে যায়, আবার পুনরায় মদ বিক্রি শুরু করে। এই বিষয়টা নিয়ে এলাকাবাসীদের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*