বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ নভেম্বর || আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে মোম তৈরিতে ব্যস্ত মোম নির্মাতারা। অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলিতে প্রধানমন্ত্রী বিদেশ্য দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য ব্যবহারের পরামর্শ দেন। এরই মধ্যে স্বদেশী দ্রব্য হিসাবে আলোর উৎসবকে সাফল্যমন্ডিত করতে মোম তৈরিতে ব্যস্ত শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকার মোম নির্মাতারা। মোম ফেক্টরি পরিদর্শন করে দেখা গেলো আলোর উৎসব দীপাবলিকে কেন্দ্র করে রকমারি মোম তৈরি করা হয়েছে। এই মোম নির্মান সম্পর্কে মোম ফেক্টরির মালিক বাসুদেব সাহার নিকট থেকে জানতে পারা যায় বর্তমানে শান্তির বাজারে মোমের ভালো চাহিদা রয়েছে। এই মোম বিক্রি করে ভালো অর্থ উপার্জন করা যায় বলে জানান বাসুদেব সাহা। তিনি জানান, যারা নিজেদের বেকার বলে ঘরে বসে রয়েছেন তারা নিজেরা মোম তৈরির মেশিন ক্রয় করে মোম তৈরি করলে ভালো অর্থ উপার্জন করতে পারবে। তাই আর্থিক সাবলম্বী হতে গেলে সরকারি চাকুরির দিকে চেয়ে না থেকে মোম তৈরি করেও আর্থিক সাবলম্বী হোওয়া সম্ভব।