আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজ আয়োজিত “শারদ শ্রেষ্ঠা এবং শারদ শ্রেষ্ঠ-২০২০” প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে “আমার ত্রিপুরা” সোশ্যাল মিডিয়া পেইজের প্রতিষ্ঠাতা সহ বিচারকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। “আমার ত্রিপুরা” পেইজের প্রাণপুরুষ শ্যাম ভট্টাচার্য জানান, গত ২২শে অক্টোবর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। তারই পুরস্কার প্রদানের পর্ব আয়োজিত হয় এই অনুষ্ঠানে। তিনি বলেন, এবারের শারদ শ্রেষ্ঠারা হলেন – প্রথম স্থানে শ্রীজিতা ভট্টাচার্য, দ্বিতীয় স্থানে কৌশিকি বিশ্বাস ও তৃতীয় স্থানে মহুয়া আচার্য এবং শারদ শ্রেষ্ঠরা হলেন – প্রথম স্থানে প্রসেনজিৎ দাস, দ্বিতীয় স্থানে স্বরজিৎ ঋষি দাস ও তৃতীয় স্থানে বিশ্বজিৎ ভৌমিক।
উল্লেখ্য, এবছরের বিচারকরা ছিলেন আগরতলা থেকে আর্ট কলেজের অধ্যাপক জয়দ্বীপ ভট্টাচার্য, অভিনেত্রী অন্তরা চৌধুরী, বিশিষ্ট চিত্র সাংবাদিক রমাকান্ত দে এবং কোলকাতা থেকে মডেল শুভশ্রী চক্রবর্তী।