আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || সম্প্রতি খয়েরপুরে প্রাক্তন বাম বিধায়ক পবিত্র করের বাড়িতে দুর্বৃত্তদের ভয়াবহ সন্ত্রাসে এবং ক্ষতিগ্রস্তদের বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার সহ বাম বিধায়ক দলের একটি প্রতিনিধি দল সফরের কথা ছিল। কিন্তু সেসময় খয়েরপুর ভোজরং নগর এলাকায় বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। ফলে বিরোধী দল নেতা এবং তাদের প্রতিনিধি দলের সেই সফর বাতিল করতে হয়েছে। জানা যায়, সেদিনের হামলায় দু’পক্ষেরই আহত হয়।