বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ডিসেম্বর || মনপাথর বাজার সংলগ্ন এলাকায় ৮নং জাতীয় সড়ক বরোধে বসলো টি পি এফ সমর্থীত কর্মীরা। জানা যায়, পানিসাগরে নিহত দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেবর্বমার মৃত্যুর সঙ্গে জরিতদের শাস্তির দাবীতে বুধবার সমগ্র রাজ্যজুরে ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে টি পি এফ দল। এই বনধকে সফল করতে বুধবার সকাল থেকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে টি পি এফ সমর্থীত কর্মীরা। এই অবরোধের খবর পেয়ে ঘটনস্থলে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার, বগাফা ব্লকের বিডিও রূপন দাস, শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের গ্রেপ্তার করে মনপাথর ফাঁড়ী থানায় ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এতে করে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এই অবরোধে মোট ১২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়। || মনপাথর বাজার সংলগ্ন এলাকায় ৮নং জাতীয় সড়ক অবরোধে বসলো টি পি এফ সমর্থীত কর্মীরা। জানা যায়, পানিসাগরে নিহত দমকল বাহিনীর কর্মী বিশ্বজিৎ দেবর্বমার মৃত্যুর সঙ্গে জরিতদের শাস্তির দাবীতে বুধবার সমগ্র রাজ্যজুরে ২৪ ঘন্টার বন্ধ ডেকেছে টি পি এফ দল। এই বনধকে সফল করতে বুধবার সকাল থেকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে টি পি এফ সমর্থীত কর্মীরা। এই অবরোধের খবর পেয়ে ঘটনস্থলে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপার, বগাফা ব্লকের বিডিও রূপন দাস, শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। উনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের গ্রেপ্তার করে মনপাথর ফাঁড়ী থানায় ডিটেনশান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এতে করে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। এই অবরোধে মোট ১২০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।