চিত্র সাংবাদিকদের উপর আক্রমনের প্রতিবাদে ফটো জার্নালিস্টস এসো’র ‘মৌন বিক্ষোভ’ কর্মসূচী

FB_IMG_1608796095652আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর || রাজ্যে ক্রমাগত আক্রান্ত হচ্ছে সংবাদমাধ্যম। এর মধ্যে চিত্র সাংবাদিকদের উপর আক্রমনের হার বেশি। রাজ্যে চিত্র সাংবাদিকদের উপর ক্রমাগত আক্রমনের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবার মাঠে নামল “ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন”। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে আগরতলা প্রেস ক্লাবের সামনে ‘মৌন বিক্ষোভ’ কর্মসূচী পালন করছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যরা। এই ‘মৌন বিক্ষোভ’ কর্মসূচীতে এসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। FB_IMG_1608796103357

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*