আক্রান্ত সাংবাদিক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে ধর্ণায় সাংবাদিকেরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ মে || ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত সাংবাদিক রাহুল দাস। জানা যায়, রাহুল দাসকে বেধড়ক মারধর করায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তেলিয়ামুড়া সাংবাদিকরা থানার গেটের সামনে ধর্নায় বসে। পরে খোয়াই জেলার এসপি কিরণ কুমার খেরের প্রতিশ্রুতি মূলে ধন্যা তুলে নেয় কর্তব্যরত সাংবাদিকরা। সংবাদে জানা যায়, রাহুল দাস ব্যক্তিগত কাজ শেষ করে বাড়িতে আসছিল।আচমকা দুস্কৃতিকারীরা রাহুল দাস এর উপর আক্রমণ চালায়। এতে রাহুল দাস গুরুতর আহত হয়ে। এই খবর সাংবাদিক মহলে ছড়িয়ে পড়তেই সাংবাদিকরা তেলিয়ামুড়া থানার সামনে ধর্নায় বসেন। ধর্ণা চলাকালীন সাংবাদিকদের খোঁজ খবর নিতে চলে যান রাজ্যে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।
এদিকে তেলে ভাজা মহুকুমার প্রেস ক্লাবের সম্পাদক পার্থসারথি রায় জানান, খোয়াই জেলার এসপি কিরণ কুমার খেরের সাথে কথা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন। ধর্নারত সাংবাদিকরা আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*