বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মে || শান্তিরবাজার জেলা হাসপাতালে কোভিড হ্যাল্থ সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শান্তিরবাজার জেলা হাসপাতালে এইবার প্রথমবারের মতো ১৫ শয্যা বিশিষ্ট কোভিড হ্যাল্থ সেন্টার স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকার বিভিন্ন উদ্দ্যোগ গ্রহন করেছে। এরইমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা যাতে অসুবিধার সন্মুখিন হতে না হয় তার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নতুন করে কোভিড হ্যাল্থ সেন্টার নির্মান করা হয়।
রবিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার জেলা হাসাপাতালে কোভিড হ্যাল্থ সেন্টার পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এইদিন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জগদীশ নমঃ, শান্তির বাজার জেলা হাসাপাতালের এম এস জে এস রিয়াং, হাসপাতালের চিকিৎসক ডাঃ শান্তুনু দাস সহ অন্যান্য আধিকারিকরা।
শান্তির বাজার জেলা হাসপাতালে পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বিলোনীয়ার উদ্দ্যেশ্যে রোওনা দেন। সেখানেও কোভিড হ্যাল্থ সেন্টার পরিদর্শন করেন তিনি।