রাজ্যে নতুন আক্রান্ত ৩৯৪ জন, মৃত্যু হয় ৬ জনের, সুস্থ হয়ে উঠেন ৮৪৫ জন, নমুনা পরীক্ষা হয় ১৫,৬৮৩ জনের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়ে উঠেন ৮৪৫ জন। এদিন পজিটিভিটি রেইট হল ২.৫১ শতাংশ। এদিন সর্বমোট ১৫,৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৩৯৪ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণের খোঁজ মিলেছে।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮,১৬৭ জন।
সোমবার রাজ্যে আক্রান্ত ৩৯৪ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ১৭৩ জন। জেলা ভিত্তিক আক্রান্তের নিরিখে পশ্চিম জেলাই উর্ধ্বে।
তাছাড়া সিপাহীজলায় ৩০, গোমতী জেলায় ২৪, উত্তর ত্রিপুরায় ২০, খোয়াই ১৫, ঊনকোটি ২২, ধলাই ২৭ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আক্রান্ত ৮৩ জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*