বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ আগষ্ট || সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এলাকার জনজাতি অংশের লোকজনেরা সকলে ঐতিয্যবাহী পোষাক পরিধান করে জোনাল অফিসের প্রাঙ্গন থেকে এক র্যালি সংগঠীত করা হয়। র্যালিটি জোনাল অফিস থেকে শুরু হয়ে মনাথর বাজার অতিক্রান্ত করে মনপাথর কৃষি বিজ্ঞান কেন্দ্র হয়ে পুনরায় জোনাল অফিসে গিয়ে সমাপ্তি হয়। র্যালি শেষে মনপাথর জোনাল অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন টিটিএএডিসি’র চিফ এক্সিউটিভ মেম্বার ডলি রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল অফিসের চেয়ারম্যান দেবজিৎ ত্রিপুরা, জোনাল অফিসের ভাইস-চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জনজাতিদের বিভিন্ন প্রকারের নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তারা এই দিনের গুরুত্ব সম্পর্কে সকলের সামনের কিছু বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জনজাতিদের ঐতিয্যবাহী পোশাক তৈরি করার জন্য বগাফা ব্লকের ১৪টি পঞ্চায়েতের মধ্যে সুতো বিতরণ করা হয়। প্রত্যেক পঞ্চায়েতে ১৮০ কেজি সুতো বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে আগত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।