আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট || ১২’ই আগস্ট দেশের সর্বপ্রথম ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) এর ৮৫’তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বুুুধবার সংগঠনের রাজ্য পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার, প্রাক্তন রাজ্য আহ্বায়ক বিক্রমজিৎ সেনগুপ্ত, সংগঠনের প্রাক্তন রাজ্য নেতৃত্ব সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিস্থির দাস, প্রাক্তন AISF নেতৃত্ব, ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা বিভাস ভট্টাচার্যী এবং শিক্ষাবিদ পার্থ আচার্যী। সাংবাদিক সম্মেলনে AISF-এর ৮৫’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের রাজ্য মুখপত্র ‘ছাত্র অভিযান’-এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়। বিশেষ সংখ্যা প্রকাশ করেন সংগঠনের প্রাক্তন দুই নেতৃত্ব ডাঃ যুধিস্থির দাস এবং বিভাস ভট্টাচার্যী।
উল্লেখ্য, আগামীকাল ১২’আগস্ট কামান চৌমুহনিস্থিত AISF রাজ্য দপ্তরে সকাল ১০’টায় সংগঠনের ৮৫’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হবে।