আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমায় বাদাম পাড়ায় দ্বাদশ শ্রেণী ছাত্র রাকেশ ত্রিপুরা। পিতা পূর্ণ ত্রিপুরা। বুধবার রাকেশ ত্রিপুরার হাতে দ্বাদশ শ্রেণীর পুরো বই-এর সেট তুলে দেওয়া হয় সারা ভারত যুব ফেডারেশনের (AIYF) এবং সারা ভারত ছাত্র ফেডারেশন (AISF) শান্তিরবাজার বিভাগীয় পরিষদের পক্ষে। তার হাতে বইয়ের সেট তুলে দেন AIYF রাজ্য সহ-সম্পাদক সত্যজিৎ রিয়াং, AIYF নেতা অমেন্দ্র রিয়াং, মনোরঞ্জন ত্রিপুরা এবং সমীর রিয়াং। আগামীদিনে আরো দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ AIYF-AISF শান্তিরবাজার বিভাগীয় নেতৃত্ব বলে জানান।