সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ সেপ্টেম্বর || হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায়। মৃত মহিলার নাম ভালবাসা দাস (৫৫)। স্বামী সমীর দাস।
খবরে প্রকাশ, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার বিকেলে গরু চড়াতে স্থানীয় জুমবাড়ি এলাকায় গেলে আচমকা মহিলার ওপর আক্রমণ করে বন্য হাতির দল এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। প্রথমে উনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ধরে চলছিল খোঁজাখুঁজি। পরে গ্রামবাসীরা ক্ষেতের উদ্দেশ্য গেলে দেখতে পায় মহিলা রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ঘটনাস্থলে আসার জন্য ফোন করলেও বনদপ্তর থেকে শুরু করে প্রশাসনের কোনো লোকই আসেন নি। পরে রাত প্রায় দশটায় আক্রান্ত মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকার লোকজনেরা। চিকিৎসকরা ওনাকে দেখেই মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মহিলার দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীকালে যখন বনদপ্তরের কর্মীরা তেলিয়ামুড়া হাতপাতালে আসে, তখন এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে।
এমনিতেই তেলিয়ামুড়ার বিস্তৃর্ণ এলালাগুলিতে প্রায় রোজই হাতির আক্রমণ চলে। বরাবরের মতোই বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হচ্ছেনা। বন দপ্তরের চরম খামখেয়ালীপনায় হাতির আক্রমণে বহু মানুষের প্রাণহানি হয়েছে।