গাঁজা ও ব্রাউন সুগার সহ আটক তিন

গোপাল সিং, খোয়াই, ৩০ সেপ্টেম্বর || ফের খোয়াই শিঙিছড়া এলাকায় একটি মারুতি গাড়ি তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন ব্যক্তিকে আটক করেছে খোয়াই ট্রাফিক ইউনিটের পুলিশ।পাশাপাশি একটি টয়োটা গাড়ি আটক করে পুলিশ। ধৃতরা হলো চালক সুজিত দেববর্মা (৩২), সঞ্জয় দেববর্মা (২৫) ও মোচাং দেববর্মা (২৩)। বাড়ি মাইকরপাড়া লেফুঙ্গা থানা এলাকায়। অপর যুবক সুজিত দেববর্ম বাড়ি কাঞ্চনপুর। বুধবার সকালে খোয়াই জেলা ট্রাফিক ইউনিটের ডিএসপি বিক্রমজিত শুক্ল দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিট খোয়াই-কমলপুর সড়কস্থিত শিঙিছড়া এলাকায় ভেইকেল চেকিংয়ে বসে। চেকিংয়ে বসে WB 06 C 0466 নম্বরের একটি মারুতি গাড়ি তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ ১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। জানা যায়, আগরতলা থেকে গাঁজা নিয়ে অসম রাজ্যের দিকে যাচ্ছিল। ট্রাফিক ডিএসপি জানান, সিঙ্গিছড়া এলাকায় চেকিংয়ে বসে খোয়াই ট্রাফিক ইউনিট। এমন সময় একটি গাড়ি নিয়ে তিন যুবক আসে। সন্দেহ হতেই গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গাড়ির নিচে গোপন চেম্বার থেকে ১৭ প্যাকেটে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তিন যুবককে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশের হাত থেকে সঞ্জয় দেববর্মা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। তাদের তিন জনের বিরুদ্ধে নির্দিষ্ট খোয়াই থানায় এম ডি পি এস আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত তিন জনকে খোয়াই জেলা আদালতে তোলা হবে। আটক তিন ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*