দূর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গ্ৰাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত মেম্বারের স্বামী

সাগর দেব, তেলিয়ামুড়া, ৩০ সেপ্টেম্বর || দূর্নীতির প্রতিবাদ করতে গিয়ে গ্ৰাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত মেম্বারের স্বামী এমনটাই অভিযোগ আক্রান্ত ব্যাক্তির। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর বটতলি বাজারে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা নাগাদ মহারানীপুর বাজার এলাকায় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা দাসের ছেলে শুভঙ্কর দাস (রাম), ঐ গ্রাম পঞ্চয়েতের ৩নং ওয়ার্ডের মেম্বার লিপিকা চৌধুরীর স্বামী গৌতম চৌধুরীর উপর অবাদে আক্রমণ চালায় বলে অভিযোগ। পরবর্তী সময় উনাকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের লোক জনেরা।
আক্রান্ত ব্যক্তি গৌতম বাবুর অভিযোগ, কিছুদিন পূর্বে মহারানীপুর বর্মণ পাড়ার একটি রাস্তা নির্মাণের কাজ নিয়েছিল ঐ গ্রামের গ্ৰাম প্রধানের ছেলে শুভঙ্কর দাস (রাম)। কিন্তু রাস্তাটির যখন নির্মান কাজ শুরু হ‌ওয়ার পর যখন দূর্নীতি করতে থাকে ঐ গ্রাম প্রধান রূপা দাসের পুত্র। তখন একজন সচেতন এলাকাবাসীর ভূমিকায় এসে গৌতম বাবু এই গ্ৰাম প্রধানের ছেলের চরম দূর্নীতির বিরোধীতা করতে চান, ঠিক তখনই প্রধানের ছেলের হাতে রক্তাক্ত হন উনি। এলাকার একটি বিশেষ সূত্র মারফত খবর, প্রধানের ছেলে নাকি মার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে রাস্তার মধ্যে দূর্নীতি নয় বরং দূর্নীতির মধ্যদিয়েই বর্মণ পাড়ার ঐ রাস্তাটি নির্মান করেছে।
এইবিষয়ে বুধবার রাতে, আহত গৌতম দাসের পক্ষ থেকে তার পরিবারের লোকজনেরা একটি লিখিত অভিযোগ দায়ের করে তেলিয়ামুড়া থানায় এবং এই অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ 341/325/379 IPC তে একটি মামলা রুজু করে, যার নাম্বার হল ১২০/২০২১।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*