জাতীয় ডেস্ক, জলপাইগুড়ি, ১৪ জানুয়ারি || পশ্চিম বঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এখনও পর্যন্ত দুর্ঘটনার জেরে শিশু এবং মহিলা সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয় নূন্যতম ৫০ জন। এমনই জানিয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম। জানা যায়, বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি থেকে গৌহাটি যাওয়ার পথে ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকেল ৫টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। জানা গিয়েছে, দোহামনিতে গৌহাটি বিকানের এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় একটি বগির উপর একটি বগি উঠে যায়। মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। অন্তত ৪-৫টি বগি একেবারে দুমড়েমুচড়ে যায়। কিন্তু কী কারণে ব্রেক কষতে হল তা এখনও জানা যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা, দমকল বাহিনী এবং ৫৮টি এম্বুল্যান্স। শুরু হয় উদ্ধারের কাজ। এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে। তার হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫ এবং ৯০০২০৪১৯৫২, ০৬৪৫২২৩০৬৯২।
দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আজ ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের তরফে ইতিমধ্যেই নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।