সাগর দেব, তেলিয়ামুড়া, ১৪ জানুয়ারি || তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত মডেল ভিলেজের হয়ে কাজ করছে। এরই অঙ্গ হিসেবে প্রতি মাসে দুইবার বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় বিনামূল্যে শ্রমদান করা হয়। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে করইলং নাথ মন্দির সংলগ্ন এলাকা ও তার আশপাশ এলাকা সাফাই করা হয় পঞ্চায়েতের উদ্যোগে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান নির্মল সূত্রধর সহ পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডের জনগণ।
গ্রাম প্রধান নির্মল সূত্রধর জানিয়েছেন, আগামী দিনেও তাদের এ ধরনের কর্মসূচি জারি থাকবে।