দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ জুন || ঘোর বর্ষায় পুরো আগরতলা যখন জলমগ্ন হয়ে মানুষের জীবন দুর্বিসহ করে তোলে তখন সবার মুখে একটা কথাই ঘুরে ফিরে আসে, সব বদলায় বর্ষার আগরতলার ছবি যুগে যুগে একই রকম। শুক্রবার মুষলধারায় বর্ষার বৃষ্টিতে গোটা শহর, শহরতলীর বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। শহরের এই জলমগ্ন অবস্থার পরিবর্তন করতে বর্তমান প্রশাসন জল নিষ্কাশনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আগরতলা পুর নিগমের তরফে শহরের বেশকিছু স্থানে পাম্পও বসানো হয়েছে। তারপরেও যে শহরের জল নিকাশি ব্যাবস্থা নিয়ে সরকারকে নতুন করে ভাবতে হবে মানুষের দুর্দশা লাঘবে, তার বাস্তব প্রমাণ হচ্ছে ডুবন্ত আগরতলার এই ছবি।