কেজরিওয়ালকে মোদির শুভেচ্ছা

mkজাতীয় ডেস্ক ।। কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। মঙ্গলবার কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে তাকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি । এছাড়া নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী কিরণ বেদি।

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করার ঘোষণাকারী দল আম আদমি পার্টি দিল্লিতে ৭০ আসনের মধ্যে ৬৩টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মোদির দল বিজেপি এগিয়ে আছে মাত্র ৬টি আসনে। এর আগে ২০১৩ সালের মে মাসে অনুষ্ঠিত দিল্লির বিধান সভা নির্বাচনেও সবচেয়ে বেশি আসন পেয়েছিল আপ।
তবে সেবার কংগ্রেসের সমর্থনে তাদের সরকার গঠন করতে হয়েছিল। কিন্তু এবার কেজরিওয়ালের ঝাড়ু প্রতীক অন্য দলগুলোকে একপ্রকার ঝেঁটিয়ে বিদায় করে দিতে চলেছে। তাই এবার কারো সাহায্য ছাড়াই সরকার গঠন করতে চলেছেন কেজরিওয়াল।

অন্যদিকে গত বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এরপর থেকে বিভিন্ন স্থানীয় নির্বাচনগুলোতেও জয় পেয়েছে দলটি। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে সফল হয়েছেন বিশ্ব নেতোদের সমর্থন আদায়কারী মোদি। কিন্তু এবার দিল্লি নির্বাচনে নির্মম পরাজয়ের স্বাদ পেতে চলেছেন মোদি।

নির্বাচনের আগে জনসভাগুলোতে বিজেপি নেতাদের আক্রমণের ছিল প্রধান লক্ষ্য ছিল আপ দলটি। এছাড়া তারা প্রায়ই কেজরিওয়ালকে উদ্দেশ্য করে নানা সমালোচনা করতেন। আপকে মোকাবেলা করতে পরাজিত করতে তারা কেজরিওয়ালের একসময়ের সতীর্থ দিল্লি সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদিকে দলে টেনে এনছিল বিজেপি।
তারা কেজরিওয়ালের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তার একসময়ের বন্ধু কিরণকে। কিন্তু এসব কূটকৌশল যে কোনোই কাজে আসেনি। দিল্লিবাসী কেরওয়ালেই আস্থা রেখেছেন-উড়ে এসে জুড়ে বসা কিরণের প্রতি নয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*