আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর || রাজ্যে যথাযথ মর্যাদায় সুর সম্রাট শচীন কুমার দেব বর্মণের জন্মজয়ন্তী উদযাপন করা হয় শনিবার। এদিন রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শচীন কুমার দেব বর্মণের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা রতন বিশ্বাস, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারেল কমপ্লেক্সের চেয়ারম্যান কমল দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে কচিকাঁচারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।