জাতীয় ডেস্ক ।। সাধারণ মানুষ এবং হোমড়া-চোমড়াদের মধ্যে তফাৎ করে না চোর-ডাকাতরা। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে তেমনটাই প্রমাণ করল। জব্বলপুর-নিজামুদ্দিন এক্সপ্রেসে সফর করার সময় উত্তর প্রদেশের কোসি কালান স্টেশনের আগে ডাকাতদের কবলে পড়েন মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জয়ন্ত মালাইয়া।
পুলিশ জানিয়েছে, জয়ন্ত মালাইয়া সস্ত্রীক ট্রেনের একটি ফার্স্টক্লাস কামরায় ছিলেন। হঠাৎই এক দল সশস্ত্র ডাকাত দরজা খুলে কামরায় ঢুকে পড়ে।
জয়ন্তবাবুর স্ত্রী সুধাদেবী জানিয়েছেন, তারা চিত্কার করে বলে, কোনো আওয়াজ করলে একে একে হাতের আঙুল কেটে নেব। জিনিসপত্র লন্ডভণ্ড করে ব্যাগ থেকে ২০ হাজার টাকা এবং হাতে থাকা সোনার আংটি নিয়ে চম্পট দেয় তারা। আমরা ভেবেছিলাম, পরের স্টেশনে অন্তত ট্রেনটি দাঁড়িয়ে যাবে, কিন্তু এমনটা আর হয়নি।’
জানা গেছে, মন্ত্রী মশাই ঘটনায় বেজায় চটেছেন এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনা জানিয়েছেন।
উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছে, ঘটনার জন্য তদন্ত কমিশন গঠন করা হবে। এরই মধ্যে তিনজন আরপিএফ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।