আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || রাজ্য রাজনীতিতে নয়া সমিকরণ। বিজেপি-আই পি এফ টি জোট সরকারে যোগ দিল রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। বৃহস্পতিবার সরকারে যোগ দেবার পূর্বে বিরোধী দল নেতার পদ থেকে পদত্যাগ করলেন অনিমেষ দেববর্মা। এদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।
বিজেপি-আই পি এফ টি জোট সরকারে তিপ্রা মথা যোগ দেবার পর তিপ্রা মথা থেকে মন্ত্রীসভায় দু’জনকে স্থান দেওয়া হয়েছে। তিপ্রা মথা থেকে অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা প্রলেন মন্ত্রীত্ব।