সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ জুলাই || এক জনজাতি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা। চলছে দফায় দফায় আক্রমণ, বাড়ি ঘরে অগ্নি সংযোগ, বাড়ি গাড়ি ভাংচুর। শুক্রবার রাতে বাঙালী গ্রামগুলিতে দুষ্কৃতীকারীদের হামলা, অগ্নি সংযোগ, লোটপাট চালায়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে প্রশাসন।
এদিনে এই ঘটনায় শনিবার সকালে নিজেদের এবং সন্তানদের নিরাপত্তার দাবীতে বাঙালিরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।