আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || জনবিরোধী বৈষম্যমূলক কেন্দ্রীয় বাজেট, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র এবং জীবনদায়ি ঔষধপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রাজ্যে ভেঙে পড়া আইনের শাসন, গণতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থার অভিযোগ এনে রবিবার সিপিআই এর ডাকে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন এই বিক্ষোভ প্রদর্শনে সিপিআই কর্মীসমর্থকরা স্লোগানে আওয়াজ তুলেন এই জনবিরোধী কেন্দ্রীয় বাজেট কার স্বার্থে, জিনিসপত্র এবং ঔষধপত্রের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কার স্বার্থে, রাজ্যে গণতন্ত্র -আইনের শাসন এবং শিক্ষাব্যবস্থা ক্রমাগত অবনতি ঘটছে কেন রাজ্য সরকারের কাছে স্লোগানের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়।
বিক্ষোভ প্রদর্শন উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা ধনমনী সিনহা, অহীদ মিয়া, সুব্রত দেবনাথ, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সুস্মিতা নন্দী সহ পার্টির কর্মীসমর্থকরা।