বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে দলের জন্য প্রচারে ঝাপিয়ে পরে যুব মোর্চার সম্পাদক সুমন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই || আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলাপরিষদের ৭নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী নিতিশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করে দলের জন্য প্রচারে ঝাপিয়ে পরেছেন। সুমন দেবনাথ প্রদেশ বিজেপি’র যুব মোর্চার সম্পাদকের পদে রয়েছে। তিনি নিজে জয়লাভ করে দলের মনোনিত প্রার্থীদের জয়লাভ করানোর লক্ষ্যে ঝাপিয়ে পরেছেন। সুমন দেবনাথ বিগত দিনেও দলের স্বার্থে এবং লোকজনের স্বার্থে কাজ করে, গেছেন তাই জেলা পরিষদের সভাধিপতির পদে সুমন দেবনাথকে বসালে দলের এবং লোকজনের উন্নয়ন হবে তা আর বলার অপেক্ষা থাকেনা।
রবিবার যুব আইকন সুমন দেবনাথ বাইখোড়া এলাকায় এবং এস এস বি ক্যাম্প এলাকায় জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ৩নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী কেশব চৌঁধুরী ও জেলা পরিষদের ১১নং আসনে শিখা ভৌমিকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে নেমে পরেন। এদিন এই জনসম্পর্ক অভিযানের মধ্যদিয়ে ব্যাপক সারা লক্ষ্য করা যায়। বিগত দিনে কেশব চৌঁধুরী পঞ্চায়েত সমিতির সদস্যপদে থেকে এলাকার ব্যাপক উন্নয়ন করেছে। লোকজনের সুখে দুঃখে সর্বদা পাশে রয়েছে কেশব চৌঁধুরী। তাই বর্তমান সময়ে এলাকাবাসী চাইছে কেশব চৌঁধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের পদে বসাতে।  বিগতদিনে পঞ্চায়েত সমিতির সদস্য পদে থেকে কেশব চৌঁধুরী ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সময়ে উনাকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের পদে বসালে সকলের সার্বিক বিকাশ ঘটবে তা আর বলার অপেক্ষা থাকেনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*