তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরার প্রাক্তন উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বুধবার তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্য ত্যাগ করেন তিনি। এদিন তেলেঙ্গানা বিমানবন্দরে উনাকে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এরপর গার্ড অফ অনারের মাধ্যমে তেলেঙ্গানা রাজ্যে বরণ করা হয় তেলেঙ্গানার নতুন রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণকে।
বুধবার তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি অলোক আরাদ্ধে সেখানকার রাজভবনে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল হিসেবে যীষ্ণু দেব বর্মণকে শপথবাক্য পাঠ করান।
এসিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি, বিধানসভা পরিষদের চেয়ারম্যান গুট্টা সুখেন্দর রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্ক মাল্লু, বিভিন্ন রাজ্যমন্ত্রী, বিধায়ক, এমএলসি এবং অন্যান্য আধিকারিকরা৷
উল্লেখ্য, ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে একজনকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*