আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || রাজধানী আগরতলা শহর এবং শহরতলীর ক্লাবগুলির প্রতিমা নিরঞ্জন নিয়ে অনুষ্ঠিত হয় পূজো কার্নিভ্যাল “মায়ের গমন-২০২৪”।
সোমবার রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে পূজো কার্নিভ্যাল শুরু হয়। বিকেল ৫টায় সেখান থেকে থেকে সবুজ পতাকা নেড়ে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ মন্ত্রীসভার অন্যন্য মন্ত্রী ও বিধায়করা। এখানেই ভি আই পি’দের জন্য সুসজ্জিত মঞ্চ এবং অত্যাধুনিক বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়েছে। নানা থিমে ক্লাবগুলো এই পূজো কার্নিভ্যালে অংশ নেয়। এদিন শহরে পূজো কার্নিভ্যাল “মায়ের গমন-২০২৪” দেখার জন্য ছিল জনসমুদ্র। নৃত্য-গীত, সংকীর্তন ও বাঁধভাঙ্গা জনসমাগমে পরিপূর্ণ শোভাযাত্রায় মাতলো শহর আগরতলা।