আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর || মাইকেল দেববর্মা নামে ১৪ বছরের এক যুবকের সফল অশ্রুপচার হয় আগরতলা হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে। ঘটনার বিবরণে জানা গেছে, মাইকেল জন্মসূত্র থেকেই তার পেটে থাকা নারীভূড়িগুলা উলট পালট ছিল যেটা ডান দিকে থাকার কথা সেটা বাম দিকে আর যেটা বামদিকে থাকার কথা সেটা ডান দিকে। ফলে দীর্ঘদিন ধরে তিনি রোগে ভূগছিলেন। বার বার ডাক্তারের কাছে গেলেও কিছুই ধরতে পারেনি ডাক্তাররা। অবশেষে আগরতলা হাঁপানিরা হাসপাতালে ধরা পড়লেন তার রোগ। দীর্ঘক্ষণ অপারেশনের পরে বর্তমানে সুস্থ রয়েছেন মাইকেল। ফলে খুশি তার পরিবার।