আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর || ভারতীয় জনতা পার্টি ডক্টর সেলের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজধানীর আই জি এম হাসপাতালের নার্সিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনসেবার নিয়মিত কর্মের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির রাখছে ভারতীয় জনতা পার্টি ডক্টরস্ সেল, ত্রিপুরা প্রদেশ।
এদিন এই রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ডক্টরস সেলের কর্মকর্তারা।