আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটের প্রথম বর্ষপূর্তি উৎসব গত ৭ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। এই বর্ষপূর্তি উৎসবের সার্বিক কর্মসূচির মধ্যে রয়েছে, ১২ই ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আগরতলার সুকান্ত একাডেমী অডিটোরিয়ামে “আলোচনা চক্রে” এবং ১৫ই ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে আগরতলার নন্দননগর সংলগ্ন ঠান্ডা কালী বাড়ির পাশের রাস্তায় অবস্থিত সেনপাড়া মাঠের সংস্কৃতি হাটে উল্লেখিত প্রথম বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। বুধবার এই কর্মসূচীর মাধ্যমে জানান বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য।