সুব্রত দাস, গন্ডাছড়া, ১২ ডিসেম্বর || না আর কোন ভাবেই পারছে না পুলিশ। গন্ডাছড়া মহকুমা সদরে চুরি কান্ড ঘটেই চলছে। গত কয়েকদিন যাবৎ গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে বা গ্রামেগঞ্জে চুরিকান্ড ঘটেই চলছে। কাক ঘুমে বিভোর পুলিশকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার বিকেল নাগাদ গন্ডাছড়া মহকুমার সম্পদ মন্ডল পাড়ার এক দিনমুজুরের বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিলো নগদ নগদ টাকা সহ স্বর্ণালংকার।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনার বিবরণ জানা যায়, গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সম্পদ মন্ডল পাড়ার বাসিন্দ বিনা দেবনাথ বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে শোকেসের তালা ভেঙ্গে প্রায় ১০,৭০০ টাকা ক্যাশ সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। তারপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ একটি চুরির মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।