আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || সোমবার ছিল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট পেশ করার পূর্বে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে মোট ২,৪৯১.৮৩ কোটি টাকা ২০২৪-২৫ অর্থ বছরের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবি জানান। এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় ও বিধায়ক শৈলেন্দ্র নাথ কাট মোশন আনেন। সোমবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিন এই অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির উপর আলোচনা করতে গিয়ে দুই বিধায়ক আনিত কাট মোশনের বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ২০২৪-২৫ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবিটি ভোটাভুটিতে দেন। এতে দাবিটি ধ্বনি ভোটে পাশ হয়ে যায়।