গোপাল সিং, খোয়াই, ০৪ নভেম্বর || বিশালগড়ে বিপুল অঙ্কের নগদ অর্থসহ দুই যুবক ও এক নাবালককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিশালগড়–বক্সনগর সড়কে। ট্রাফিক পুলিশ নিয়মিত নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে আসা TRA07H-9462 নম্বরের একটি মোটরবাইক থামায়। তল্লাশি চালিয়ে বাইক আরোহীদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৭ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকদের মধ্যে একজনের নাম রুবেল হোসেন, বাড়ি বক্সনগর রহিমপুর এলাকায়। জিজ্ঞাসাবাদে তারা টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। টাকাগুলো কোমরের মধ্যে বেঁধে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিশালগড় থানার পুলিশ ইতিমধ্যেই আটক যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ঘটনায় থাকা নাবালককে নিয়ে পুলিশের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, পুলিশ নাবালককে আড়াল করার চেষ্টা করছে।
তদন্তকারী সূত্রের প্রাথমিক অনুমান, সম্প্রতি জিরানিয়া রেলওয়ে স্টেশনে ধরা পড়া ফেনসিডিলবোঝাই ওয়াগনের সঙ্গে এই টাকার যোগ থাকতে পারে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টাকাগুলি নেশাজাত সামগ্রী ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত কোনো চক্রের লেনদেনের অংশ।
বর্তমানে আটক যুবকরা বিশালগড় থানার হেফাজতে রয়েছে। টাকার উৎস ও সম্ভাব্য পাচার চক্রের সংযোগ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন থানার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন — “নেশার টাকা সীমান্তে যাওয়ার আগে পুলিশের জালে ধরা পড়ল, কিন্তু আসল চক্র এখনো ধরা পড়ছে না কেন?”
