জয়ে সিরিজ শুরু নিউজিল্যান্ডে

spখেলাধুলা ডেস্ক ।। ডানেডিন টেস্টের পঞ্চম দিনে শ্রীলংকাকে ২৮২ রানে অল আউট করে দিয়ে ১২২ রানে বড় জয়ে সিরিজ শুরু করেছে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ কিউইরা। এর আগে লঙ্কানদের ৪০৫ রানের পাহাড়সম জয়ের লক্ষ্য দিয়েছিল তারা। আগের দিনের দুই অপরাজিত দিনেশ চান্ডিমাল ৫৮ ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৫ রানে ফিরে গেলে পঞ্চম দিনের প্রতিরোধ ভাঙে সফরকারীদের। এরপর কিথুরুয়ান ভিথানাগে ৩৮ ও মিলিন্ডা সিরিবর্ধনে ২৯ রানে সাজঘরে হাঁটা দিলে আশাই শেষহয়ে যায় লঙ্কানদের। শেষ দিকে রঙ্গনা হেরাথ ৬, দুশমন্থা চামিরা ১৪ ও সুরঙ্গা লাকমালের ২৩ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৩টি এবং নেইল ওয়াগনা, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টেনার ২টি করে উইকেট নিয়েছেন। এর আগে ডানেডিন টেস্টের চতুর্থ দিন টম লাথামের অপরাজিত শতকে ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৩১ রান করেছিল কিউইরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৯৪ রান তোলে লঙ্কানরা। নিউজিল্যান্ড ও শ্রীলংকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*