দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২২ জানুয়ারী ।। ১৮তম বর্ষে পদার্পণ করেছে জয়নগরস্থিত নবদিগন্ত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার শিশু উৎসব। ২০১৬ সালের সূচনালগ্নে আয়োজিত শিশু উৎসবে বিগত বৎসরের তুলনায় অংশগ্রহনকারীদের সংখ্যা বৃদ্ধিতে নবদিগন্তের কর্মকর্তারা স্বভাবতই খুশী। শুক্রবার, জয়নগরস্থিত নবদিগন্তের ১৮তম শিশু উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। বিধায়ক আশীষ কুমার সাহা উদ্বোধক হিসেবে শিশু উৎসবের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলার মলয় চক্রবর্তী, গার্গী ঘোষ, শিশু উৎসব পরিচালন কমিটির চ্যায়ারমেন ব্রজলাল ভৌমিক। নবদিগন্তের ১৮তম শিশু উৎসবের প্রতিযোগীতার পর্ব শুরু হয় কচিকাঁচাদের যেমন খুশী তেমন সাজো’র মধ্য দিয়ে।