পাঠানকোটে জঙ্গি দমন অভিযানে কেন্দ্রের বিল মেটাতে নারাজ পঞ্জাব

ptkজাতীয় ডেস্ক ।। পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ-র দুই শরিক অকালি দল ও বিজেপি। কিন্তু পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার মোকাবিলায় সেখানে আধাসামরিক বাহিনী মোতায়েন বাবদ ৬ কোটি ৩৫ লক্ষ টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু তা মেটাতে নারাজ রাজ্যের অকালি-বিজেপি জোট সরকার। নরেন্দ্র মোদী সরকারকে তারা জানিয়েছে, জাতীয় স্বার্থেই আধা সামরিক জওয়ানদের নামানো হয়েছিল। সুতরাং সেজন্য রাজ্য সরকারকে খরচের বিল মেটাতে বলা উচিত নয়। যদিও নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক শীর্ষকর্তা বলেছেন, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে কোনও রাজ্যে পাঠানো হলে কেন্দ্রই ব্যয় বহন করে। তবে পরে সংশ্লিষ্ট রাজ্যের বাজেট থেকে তা কেটে নেওয়া হয়।
পাঠানকোট হামলার সময় ও তার পর ২ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ২৫ দিন সেখানে ও সংলগ্ন এলাকায় ২০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে বিল পাঠিয়েছে। এর মধ্যে ১১ কোম্পানি সিআরপিএফ। ৯ কোম্পানি বিএসএফ। রাজ্য সরকার পাল্টা জানিয়েছে, সম্ভবত পাকিস্তানের মাটি থেকেই ওই হামলার উত্পত্তি হয়েছে এবং তার ফলে বিপন্ন হয়েছে জাতীয় নিরাপত্তাই। ঘটনাচক্রে, ২০১৫-র সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাব সরকারের ঘাড়ে ১.১৭ লক্ষ কোটি টাকার দেনার বোঝা চেপে রয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রতি কোম্পানি বাহিনী মোতায়েনের জন্য দৈনিক ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৭৭ হাজার ১৪৩ টাকা। পাশাপাশি বাহিনী পাঠানোর পরিবহণ খরচও মেটাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। পঞ্জাব সরকারের তরফে কেন্দ্রকে এও বলা হয়েছে, ২০ কোম্পানির মধ্যে ৬ কোম্পানিকে আইন শৃঙ্খলা রক্ষার কাজ পরিচালনায় নয়, সন্ত্রাসবাদীদের পালিয়ে যাওয়ার রাস্তার ওপর নজরদারির জন্য ব্যবহার করা হয়েছে। পাঠানকোটে সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে অভিযানের খরচ মেটানোর প্রশ্ন পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল বলেছিলেন, ভারতীয় ভূখণ্ড রক্ষায় দায় কেন্দ্রের, তাই তাদেরই ব্যয় বহন করা উচিত। এদিকে কংগ্রেস আজ কেন্দ্রের পঞ্জাব সরকারকে বিল পাঠানোর পদক্ষেপকে কটাক্ষ করেছে। দলের মুখপাত্র মণীশ তেওয়ারি বলেছেন, সন্ত্রাসবাদ দমন অভিযানের জন্য পঞ্জাবকে বিল পাঠানো পরিহাস। পঞ্জাবের যাবতীয় সন্ত্রাসবাদ সংক্রান্ত বকেয়া মকুব করা উচিত। পঞ্জাবের অপরাধ, পাকিস্তান তার প্রতিবেশী! তথ্যসূত্র – এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*