খেলাধুলা ডেস্ক ।। রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি। তবে কার্লোস তেভেজ দলে ডাক পাননি। মঙ্গলবার তেভেজকে দলের বাইরে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। গত বছরের নভেম্বরে হাঁটুর ইনজুরির কারণে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলের ড্র এবং কলম্বিয়ার সঙ্গে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে মঙ্গলবার মার্টিনো কিং লিওকে নিয়েই আর্জেন্টিনা দল ঘোষণা করলেন। সেই সঙ্গে নভেম্বরের ওই ম্যাচ দুটি ‘মিস’ করা ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকেও দলে ডাকলেন আলবিসেলেস্তে কোচ। চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেয়ার পর থেকেই নিজের সেরা ফর্মে ফিরতে সংগ্রাম করছেন তেভেজ। যে কারণে তাকে দলে ডাকেননি মার্টিনো। নিজেদের প্রথম চার ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা আগামী ২৪ মার্চ সান্তিয়াগোতে স্বাগতিক চিলির মুখোমুখি হবে। চারদিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-আগুয়েরোর দল।