উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোর সন্মেলন আগরতলায়

asmblyগোপাল সিং, খোয়াই, ৩০ মে ।। উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোর ১৫তম বার্ষিক সন্মেলন ৩১শে মে থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট-এ সন্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত থাকবেন। সন্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান প্রফেসর পি জে কুরিয়ান, লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র, সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্য বিধানসভাসমূহের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সচিবগণ, পরিষদীয় মন্ত্রী এবং কয়েকজন লোকসভা ও রাজ্যসভার সদস্য সদস্যা এবং বিধানসভার সদস্য সদস্যাগণ যোগদান করবেন। আগামী ১লা জুন উত্তর-পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোর ১৫তম বার্ষিক সন্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় এবং পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী উপস্থিত থাকবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*