নোট বাতিল নিয়ে বিয়ের শর্ত কিছুটা শিথিল করার ঘোষণা আরবিআই-এর

rbiজাতীয় ডেস্ক ৷৷ নোট বাতিলের জেরে তৈরি হওয়া বিবাহ-সঙ্কটকে মোচন করতে উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার নতুন নির্দেশিকায় আগের নিয়মকে কিছুটা শিথিল করার ঘোষণা করা হয়েছে। বিয়ের জন্য পাত্র বা পাত্রী পক্ষকে আড়াই লক্ষ টাকা তোলার অনুমতি দিলেও, তার সঙ্গে একগুচ্ছ শর্ত আরোপ করেছিল শীর্ষ ব্যাঙ্ক। যার মধ্যে অন্যতম ছিল, কাদের কোন খাতে সেই টাকা দেওয়া হচ্ছে, সেই তালিকা ব্যাঙ্কে জমা দিতে হবে। এই নিয়ে বিস্তর চিন্তা ও সমস্যার সৃষ্টি হওয়ায় এবার সেই নিয়মকে খানিক শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১০ হাজার বা তার বেশি নগদ অর্থ কাউকে প্রদান করা হলে তবেই সেই তথ্য জানাতে হবে। তবে, এক্ষেত্রেও পাওনাদারদের এই মর্মে জানাতে হবে, যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। পাশাপাশি, কৃষকদের জন্যও নিয়ম শিথিল করেছে আরবিআই। নিয়মের জাঁতাকলে পড়ে রবি ফসলের জন্য বীজ ও সার কিনতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতিতে, কৃষকদের চাহিদা মেটানোর জন্য গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলির হাতে যাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ মজুত থাকে, ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশও এদিন দিয়েছে আরবিআই। তারা জানিয়েছে, কৃষকদের জন্য দেশব্যাপী সমবায় ব্যাঙ্কের হাতে যেন মোট ৩৫ হাজার কোটি টাকা থাকে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*