৩৯তম ককবরক দিবস উদ্যাপনের অঙ্গ হিসেবে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতা

uyfনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী ৷৷ ককবরক ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতির উন্নয়নে আরও কার্যকরী ভূমিকা নিয়ে এগিয়ে আসার জন্য উপজাতি কল্যাণমন্ত্রী অঘোর দেববর্মা লেখক শিল্পী সাহিত্যিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সুপারী বাগানস্থিত দশরথ উপজাতি সংস্কৃতি চর্চা কেন্দ্রের অডিটরিয়ামে উপজাতি গবেষণা কেন্দ্র এবং ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা উন্নয়ন্ন অধিকারের যৌথ উদ্যোগে ৩৯তম ককবরক দিবস উদ্যাপনের অঙ্গ হিসেবে আয়োজিত হয় সেমিনার, ক্যুইজ প্রতিযোগিতা ও কবি সন্মেলন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন TTAADC-র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, TTAADC-র চেয়ারম্যান ডঃ রঞ্জিৎ দেববর্মা, উপজাতি গবেষণা কেন্দ্রের অধিকর্তা সুনীল দেববর্মা সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*