গোপাল সিং,খোয়াই, ১৯ জানুয়ারী ৷৷ খোয়াই বিমানবন্দর মাঠে অনুষ্ঠিত অনুর্ধ-১৬ স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার মুখোমুখি হয় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় ও গণকী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ওপেনার অনির্বাণ দেব এর শতরানের উপর ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৬৩ রানের বিশাল স্কোর গড়ে খোয়াই দ্বাদশ। দ্বিতীয় উইকেট জুটিতে ১৫৫ রানের পার্টনারশিপ ম্যাচের ভীত গড়ে দেয়। মিডল অর্ডার ব্যাটসম্যান কিষান দাস এর ৭৩ বলে ৪টি চারের সাহায্যে ধৈর্য্যশীল ৪৬ রানের ইনিংসটিও ছিল গুরুত্বপূর্ণ। অপরদিকে ১১৫ বলে ১৪টি চারের সাহায্যে টুর্নামেন্টের প্রথম শতরানটি এল অনির্বান দেব এর ব্যাট থেকে। এছাড়া ২০ বলে ২টি চার ও ১টি ছয় এর সাহায্যে ২২ রান আসে পাপন দাসের ব্যাট থেকে। গণকী দ্বাদশের পক্ষে ৩টি উইকেট পায় অভিজিৎ দেবনাথ। ১টি করে উইকেট পায় বিমল তাঁতি, অঙ্কুর দাস ও প্লাবন দাস। ২৬৪ রানের বিশাল লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় গণকী দ্বাদশের ব্যাটসম্যানরা। আকাশ দেবনাথের ১৩ রানই দলের পক্ষে সর্বোচ্চ। অপরদিকে খোয়াই দ্বাদশের পক্ষে ১৬ রানে ৫ উইকেট নিয়ে সবার নজর কাড়ে বিশ্বজিৎ রুদ্রপাল। ১টি করে উইকেট যায় অনির্বান দেব ও প্রিতম নাথশর্মার দখলে। আজকের ম্যাচে আম্পায়ার হিসাবে মাঠে ছিলেন মিন্টু চন্দ ও মধুসুধন ঘোষ।